ঢাকা: দীর্ঘ ২৯ বছর হত্যাকে যারা আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদের বিচার চাইলেন সালমান শাহের মা নীলা চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) সালমান শাহের মৃত্যুর ঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যা মামলা গ্রহণ ও তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে রায় দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক।
রায়ের পর ভিডিও কলে নীলা চৌধুরী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবর। সবার স্লোগান এখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবর। আল্লাহ আছেন, ন্যায়বিচার তো আমি পাবই। কারণ সত্য সেটা সত্য। আমি তাহাজ্জুদেই সেটা খবর পাই।
হত্যার ঘটনাকে ধামাচাপা দিয়ে যারা আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তাদেরও বিচার চেয়েছেন সালমান শাহের মা। তিনি বলেন, হত্যা মামলা যারা তদন্ত করল না, পিবিআই এর বনজ কুমার, পিপি আবু আব্দুল্লাহ তারা কেন আমার বিপক্ষে গিয়েছিল? যে জজরা ২৯ বছর মামলাটাকে বিতর্কিত করেছে, যারা দায়িত্বে গিয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়েছে; তারা কেন আমার বিপক্ষে গেলো? ২৯ বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে কেন আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইল, এটার বিচারও আমরা আদালতের কাছে চাইব। এটা আমার মূল দাবি। বাকি আসামিদের বিচার হবেই।
দীর্ঘ লড়াইয়ের পর সত্যটা প্রতিষ্ঠিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার ছেলে আত্মহত্যা করে নাই, এটা আমি প্রথম থেকেই বলেছি। আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে এ বাচ্চাদের কারণে আমরা এ বিচারটা পেলাম। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আল্লাহ ৩০টা বছর জিইয়ে রাখার শক্তি দিয়েছেন আপনারা সবাই ছিলেন বলে। আমার লাখ লাখ সন্তান আপনারা মন খারাপ করবেন না। আমরা মামলায় জয়ী হব। আমরা সালমান শাহকে তো পাব না, কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে। এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের এখন আমার সঙ্গে থাকতে হবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন।
এ ঘটনায় যাদের নাম এসেছে তারা যেন দেশত্যাগ করতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চয়ই দেশে আসব। কেন আসব না? আপনারা জানতে পারবেন, মামলা যখন শুরু হবে। আপনারা সব জানতে পারবেন। দেশবাসীর কাছে আমার আহ্বান আসামিদের আপনারা সবাই চিনেন। আমি সরকারকে আহ্বান জানাব আসামিরা যাদের সবাই চিনেন, যেসব আসামির নাম স্বীকারোক্তির মাধ্যমে এসেছে, তারা যেন দেশ ছেড়ে যেতে না পারে সেই নির্দেশ যেন অনতিবিলম্বে দেওয়া হয়। আসামিদের যেন গ্রেপ্তার করা হয়, সেটাই আমার দাবি। আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আল্লাহর প্রতি আস্থাশীল। আইন যেটা যেভাবে যাবে, তাদের অ্যারেস্ট করা হবে, তাদের সাক্ষ্য দেবে, চার্জশিট দিবে। চার্জশিট চাই আমি।
কেআই/আরআইএস