ফৌজদারি বিচার ব্যবস্থাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সম্প্রতি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ ধারা ১৭৩ এ সংযোজন করা হয়েছে। এতে হয়রানিমূলকভাবে কারও নাম কোনো মামলার প্রাথমিক তথ্যবিবরণীতে (এফআইআর) অন্তর্ভুক্ত করা হলে, তদন্ত কর্মকর্তা কর্তৃক অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল এবং এ প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি প্রদানের বিধান রাখা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার সহকারী সচিব স্বাক্ষরিত এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয় এ পরিপত্র জারীর পর জননিরাপত্তা বিভাগের ০৮/১২/২০২৪ ও ১৩/০৫/২০২৫ তারিখের এ সম্পর্কিত পরিপত্র বাতিল বলে গণ্য হবে।
পরিপত্রে বলা হয়েছে, অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম অ্যান্ড অপস) সদস্য সচিব করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মেট্রোপলিটন এলাকার পর্যায়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আহ্বায়ক এবং পুলিশ সুপার পদমর্যাদার একজনকে সদস্য সচিব করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয় পর্যায়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে আহ্বায়ক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব পদমর্যাদার এক জনকে সদস্য সচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জেলা ও মেট্রোপলিটন এলাকা পর্যায়ের কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ২০২৪ এ সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে দায়েরকৃত মামলার তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুত করা। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এ ধারা ১৭৩ এ সংযোজনের পর পুলিশ কমিশনার বা পুলিশ সুপার কর্তৃক সারাদেশে কতটি মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ হয়েছে এবং কতটি মামলায় অনুরূপ প্রতিবেদন দাখিল করা হয়েছে এর তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুত করা।
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৭৩ এ -এর অধীন অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ প্রদানের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা কর্তৃক প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় নেওয়া হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করা। তদন্ত কর্মকর্তা কর্তৃক কতটি অভিযোগের অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করেছে এবং তার ভিত্তিতে কতজনকে অব্যাহতি প্রদান করা হয়েছে তার পরিসংখ্যান সংগ্রহ করা এবং কমিটি প্রতিমাসে পাক্ষিকভাবে/দুইবার উল্লিখিত তথ্যাদিসহ মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির নিকট প্রতিবেদন দাখিল করবে।
মন্ত্রণালয় পর্যায়ের কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট, ২০২৪ এ সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশে দায়েরকৃত মামলার বিষয়ে জেলা কমিটি কর্তৃক প্রেরিত প্রতিবেদন পর্যালোচনা ফৌজদারি কার্যবিধি,১৮৯৮ ধারা ১৭৩এ এর অধীন অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ প্রদানের ক্ষেত্রে পুলিশ কমিশনার বা পুলিশ সুপারগণ কর্তৃক প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় নেওয়া হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করা এবং ফৌজদারি কার্যবিধি,১৮৯৮ ধারা ১৭৩এ এর অধীন অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল এবং উক্ত বিষয়ে জেলা কমিটির কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান।
জিসিজি/