জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হাসানুল হক ইনু এবং মাহবুব উল আলম হানিফসহ ৫ জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরোধের দায়ে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ সহসাই দাখিল করবো।
এ মামলার অভিযোগ সম্পর্কে তাজুল ইসলাম বলেন, কুষ্টিয়াতে সাতজনকে হত্যা করা এবং আন্দোলনকারীদের গুলি বর্ষণ করে আহত করা। তারা নিজেরা হুকুম দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দলের নেতাকর্মীরাসহ পুলিশের সহায়তায় হত্যা করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ এনে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্ট পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর ২৯ তারিখের মধ্যে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে।
ইএস/জেএইচ