ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

হাসিনার দুর্নীতি মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে দুদকের আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, মে ১৮, ২০২৫
হাসিনার দুর্নীতি মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে দুদকের আবেদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে করা দুর্নীতির মামলা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (১৮ মে) আবেদনটি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় ছিল।

 

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। তিনি জানান, আজকে মামলাটি কার্যতালিকায় ছিল। আদালত পূর্ণাঙ্গ বেঞ্চে ১৫ জুলাই এ আবেদনের ওপর শুনানির জন্য দিন রেখেছেন।  

১৯৯৬-১৯৯৭ সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় বার্জমান্টেড নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের তৎকালীন উপ পরিচালক এম এম শাব্বির হাসান তেজগাঁও থানায় মামলা করেন।  

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা, সাবেক বিদ্যুৎ জ্বালানি সচিব তৌফিক ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মাহমুদ কামাল, সামিটের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আজিজ খান, পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়।

পরে তদন্ত শেষে ২০০৮ সালে ১০ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠনের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ ছয়টি সাক্ষী হয়। ওই অবস্থায় শেখ হাসিনার আবেদনে বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ ২০১০ সালের ১৩ এপ্রিল মামলাটি বাতিল করেন।

ওই রায়ের বিরুদ্ধে চলতি বছরের ৫ মার্চ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে দুর্নীতি দমন কমিশন। এ আবেদনে মোট ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব হয়েছে। আবেদনে সেটি মার্জনা চাওয়া হয়েছে।

এরপর আবেদনটি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। ১৭ মার্চ চেম্বার আদালত শুনানির জন্য ১৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ পাঠান।

ইএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।