ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

আমরা বিস্মিত ও ব্যথিত: জামায়াত সেক্রেটারি

স্পেশাল করেসপন্ডেন্ট       | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
আমরা বিস্মিত ও ব্যথিত: জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার

ঢাকা: হতাশ না হয়ে সুবিচারের আশায় দলীয় নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের মামলা নিষ্পত্তিতে ধৈর্য ধরবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন প্রমুখ। এ টি এম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও উপস্থিত ছিলেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য ৬ মে দিন রেখেছেন আদালত।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা বিস্মিত এবং ব্যথিত। ৫ আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে অন্যায়ভাবে আটক ছিলেন, অন্যায় বিচারে যাদের ফাঁসি হয়েছিল, তাদের প্রায় সকলেই মুক্তি পেয়েছেন।

কিন্তু আমাদের মজলুম নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তা আইনজীবীরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারপরও আট মাস পার হয়েছে। আইনজীবী ও কোর্টের কাছে ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু সারা দেশে আমাদের লক্ষ কোটি নেতাকর্মী যারা ন্যায়বিচারের অপেক্ষায় দিন গুণছেন তারা ব্যথিত। ’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, তবে আমরা হতাশ নই। কারণ আমরা মনে করি, আদালত সুবিচার করবেন। আমরা ধৈর্য ধরব। আমরা আদালতের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল।

আইনজীবী শিশির মনির বলেন, প্রধান বিচারপতি বললেন, মামলার গুণাগুণ বিশ্লেষণে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। আজকে ছিল চারজনের বেঞ্চ। এখন আপিল বিভাগে আছে মোট সাতজন। এ জন্য গুরুত্ব বিবেচনায়, আইনি ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় মামালাটি আগামী ৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এক নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।

তিনি আরও বলেন, আগে রায় দিয়েছিলেন ৫ জন বিচারপতি। আজকে ছিলেন চারজন। এজন্য ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে এবং সঠিকভাবে যেন নিষ্পত্তি হয়, তাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

আরও পড়ুন:
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ৬ মে

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।