ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আইন ও আদালত

ফের ৫ দিনের রিমান্ডে গাজী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, সেপ্টেম্বর ১৮, ২০২৪
ফের ৫ দিনের রিমান্ডে গাজী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হত্যা মামলায় সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আাদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ আগস্ট রাজধানী থেকে গ্রেপ্তার হন গাজী। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর চালানো গণহত্যার ঘটনায় দায়েরকৃত বেশ কয়েকটি হত্যা মামলার আসামি গোলাম দস্তগীর গাজী।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ