ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আইন ও আদালত

আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, জানুয়ারি ৩০, ২০২৪
আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

ঢাকা: গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর দুটি থানায় করা তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তাকে গ্রেপ্তার দেখিয়ে ১৫ দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আদেশ পালন করতে বলা হয়েছে।

আলতাফ হোসেন চৌধুরীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত বছরের ৫ নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়। রমনা থানার এক মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলা ছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি রমনা থানায় ও একটি পল্টন থানায়। এ তিনটি মামলায় তার নাম থাকলেও গ্রেপ্তার দেখানো হয়নি।

পরে ২১ জানুয়ারি তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়। সেখানে সাড়া না পেয়ে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে আলতাফ হোসেন চৌধুরী হাইকোর্টে রিট করেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।