ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আইন ও আদালত

সোহাগ হত্যা: তিন আসামি ৭ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জুলাই ১৬, ২০২৫
সোহাগ হত্যা: তিন আসামি ৭ দিনের রিমান্ডে

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ মো. সোহাগকে হত্যার ঘটনায় ৩ আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নান্নু কাজী, রেজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু ও তারেক রহমান রবিন।  

গত ১৪ জুলাই গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নান্নু কাজীকে তার মামার বাড়ি থেকে এবং রেজওয়ান উদ্দিন অভিকে মঙ্গলবার রাতে পটুয়াখালী থেকে গ্রেপ্তার থেকে করা হয়। আর এ ঘটনায় পুলিশের করা অস্ত্র মামলায় স্বীকারোক্তি দেওয়া তারেক রহমান রবিনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আজ এ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তাদের ৭ দিন করে রিমান্ডের আদেশ দেন।  

এ মামলায় গত ১২ জুলাই টিটন গাজীর পাঁচ দিন, ১৩ জুলাই আলমগীর ও মনিরের চার দিন এবং ১৪ জুলাই দুই ভাই রাজীব ও সজীব বেপারীর ৫ দিন এবং ১৫ জুলাই মাহমুদুল হাসান মহিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে হত্যা করে।  

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। আর পুলিশ অস্ত্র মামলা করে।

কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।