ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৭ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, অক্টোবর ৮, ২০২২
আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৭ 

আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলীয় ডোনেগাল কাউন্টিতে একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরনের ঘটনায় কমপক্ষে সাতজন মারা গেছেন। শনিবার(৮ অক্টোবর) স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

গার্দা সিয়োচানা পুলিশ জানায়, ক্রিসলাফ গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে।  

পুলিশ আরও জানায়, শুক্রবার(৭ অক্টোবর) তিনজনের মৃত্যু হয়। পরে ওই দিনগত রাতে আরও চারজনের মৃত্যু হয়।  

স্থানীয় বাসিন্দা কিরন গ্যালাঘের জানান, তার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে।  বিস্ফোরণটিতে বোমার মতো শব্দ হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।