ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলের নির্বাচনে এগিয়ে লুলা, ফিরতি ভোট ৩০ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, অক্টোবর ৩, ২০২২
ব্রাজিলের নির্বাচনে এগিয়ে লুলা, ফিরতি ভোট ৩০ অক্টোবর

ব্রাজিলে কয়েক দশকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বামপন্থী লুই ইনাসিও লুলা দা সিলভা তার উগ্র ডানপন্থী প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর চেয়ে এগিয়ে রয়েছেন। তবে দুজনের মধ্যে কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি।

ফলে আগামী ৩০ অক্টোবর ব্রাজিলে ফিরতি নির্বাচন অনুষ্ঠিত হবে।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভোটিং মেশিনে ৯৭.৩ ভাগ ভোট গণনার পর দেখা যাচ্ছে যে লুলা ৪৭.৯ ভাগ বৈধ ভোট পেয়েছেন। আর বলসোনারো পেয়েছেন ৪৪.৭ ভাগ।

ব্রাজিলের নির্বাচনী আইন অনুসারে, কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পেলে দ্বিতীয় দফার নির্বাচন আয়োজন করতে হয়। আগামী ৩০ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।

৭৬ বছর বয়স্ক লুলা ২০০৩-২০১০ সময় কালে প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রচারণার শুরু থেকেই এগিয়ে ছিলেন। তবে ডানপন্থী বলসোনারো নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো করেছেন।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ০৯৫৮ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
ইআর
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।