ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাড়ি নিয়েই ধসে পড়ল ব্রিজ, হতাহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, সেপ্টেম্বর ২৯, ২০২২
গাড়ি নিয়েই ধসে পড়ল ব্রিজ, হতাহত ১৭

গাড়ি চলাচলের সময় ধসে পড়লো ব্রিজ। এতে তিন জন নিহত হয়েছেন ও ১৪ জন আহত হয়েছেন।

 নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন। ব্রাজিলের আমাজোনাস রাজ্যে এ ঘটনা ঘটেছে। দমকলবাহিনী ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

আমাজোনাস দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রাদেশিক রাজধানী মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের শহর কেরিরোতে অবস্থিত সেতুটি ভেঙে পড়ে। এ ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ নিখোঁজ হন। ব্রিজটি ধসে পড়ার সময় কিছু যানবাহন সেটির ওপর ছিল।  

স্থানীয় গণমাধ্যম জি১ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, ব্রিজটিতে আগে থেকে ফাটল ছিল। এর কারণে ধসের আগে সেখানে যানজট তৈরি হয়।  

এ ঘটনায় স্থানীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।