ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে দুই বাসের সংঘর্ষে নিহত ৮ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, জুলাই ২৫, ২০২২
ভারতে দুই বাসের সংঘর্ষে নিহত ৮ 

ভারতের উত্তর প্রদেশে দুটি দ্বিতল বাসের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

সোমবার (২৫ জুলাই) সকালে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।  

দুটি বাসই বিহার থেকে দিল্লি যাচ্ছিল।

একজন কর্মকর্তা এনডিটিভিকে বলেন, লনি কাটরা থানা এলাকার নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুটি বাসই বিহারের সীতামারহি ও সুপল থেকে দিল্লি যাচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল রয়েছে।  

আহতদের সিএইচসি হায়দারগড় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য লক্ষ্ণৌ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময় : ০৯৪৮ ঘণ্টা, ২৫ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।