ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে জৈব অস্ত্র উৎপাদন করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ উ. কোরিয়ার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, জুলাই ২৪, ২০২২
ইউক্রেনে জৈব অস্ত্র উৎপাদন করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ উ. কোরিয়ার  ইউক্রেনে জৈব অস্ত্র উৎপাদন করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের যুক্তরাষ্ট্র জৈব অস্ত্র উৎপাদন করছে বলে অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। এর আগে গত মার্চে জাতিসংঘে এমন দাবি করেছিল রাশিয়াও।

 
 
এর আগে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, ইউক্রেন সংকটের জন্য দায়ী যুক্তরাষ্ট্র। সম্প্রতি রুশ দখলে থাকা পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকেও আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কিম জং উনের সরকার।  

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন আন্তর্জাতিক চুক্তিগুলো উপেক্ষা করে ইউক্রেনসহ বিভিন্ন দেশে   জৈবিক ল্যাব স্থাপন করেছে।  

 গত মার্চে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে অত্যাধুনিক জৈব ও রাসায়নিক অস্ত্র তৈরি প্রকল্পে ‍যুক্তরাষ্ট্র সহায়তা করেছিল

তবে এ অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময় : ১৫৩৮ ঘণ্টা, ২৪ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।