ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সাইকেল চালাতে গিয়ে চিৎপটাং বাইডেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, জুন ১৮, ২০২২
সাইকেল চালাতে গিয়ে চিৎপটাং বাইডেন! সাইকেল থেকে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সাইকেল থেকে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (১৮ জুন) সকালে সাইকেল চালাতে গিয়ে তিনি পড়ে যান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

তবে সাইকেল থেকে পড়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট অক্ষত আছেন।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাইকেল থেকে পড়ার পরই উঠে দাঁড়ান বাইডেন। পরে তাকে বলতে শোনা যায়, ভালো আছি।  

এএফপির প্রতিবেদনে বলা হয়, ডেলাওয়্যারের রেহোবোথ বিচে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন বাইডেন। এ সময় দর্শনার্থীদের সঙ্গে আলাপের জন্য থামতে গেলে পড়ে যান তিনি।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।