ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভুয়া খবর ছড়ালেই ১৫ বছরের কারাদণ্ড!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, মার্চ ২৭, ২০২২
ভুয়া খবর ছড়ালেই ১৫ বছরের কারাদণ্ড! ভ্লাদিমির পুতিন (সংগৃহীত ছবি)

বিভিন্ন দেশে নিয়োজিত থাকা দূতাবাসকর্মীদের বিষয়ে ভুয়া সংবাদ পরিবেশন করলে কঠোর শাস্তির আইন প্রণয়ন করেছে রাশিয়া। শুক্রবার (২৫ মার্চ) এমন আইনেই স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আইন অনুযায়ী ভুয়া সংবাদ ছড়ালেই হতে পারে ১৫ বছরের কারাদণ্ড।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইউক্রেনে সেনা অভিযান নিয়েই বৈশ্বিকভাবে চাপের মুখে আছেন পুতিন। অভিযানের মাস পেরোলেও এখনও ইউক্রেনকে বাগে আনতে পারেননি তিনি। বিশ্ব গণমাধ্যমেও পুতিনের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে চলছে সমালোচনা।

তার মধ্যেই গত সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়া ভুয়া তথ্য সংক্রান্ত বিলটিতে স্বাক্ষর করলেন পুতিন। এই আইনে বলা হয়েছে, বিদেশে কর্মরত রাশিয়ার কোনো সরকারি কর্মকর্তা কিংবা সংস্থার বিরুদ্ধে ভুয়া তথ্য বা খবর ছড়ালে কারাদণ্ড, সঙ্গে অর্থদণ্ডও হতে পারে। আর এই আইনের সর্বোচ্চ সাজা হবে ১৫ বছরের কারাদণ্ড।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।