ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

‘ইউক্রেন ছেড়েছে ২৭ লাখ শরণার্থী’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, মার্চ ১৪, ২০২২
‘ইউক্রেন ছেড়েছে ২৭ লাখ শরণার্থী’ ছবি: সংগৃহীত

রুশ আক্রমণ থেকে রক্ষা পেতে প্রায় ২৭ লাখ শরণার্থী ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

রোববার (১৩ মার্চ) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার এ তথ্য জানিয়েছে।

খবর: আল জাজিরা

তিনি বলেন, এখন পর্যন্ত ২৬ লাখ ৯৮ হাজার ২৮০ জন নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে, যা স্থানীয় সময় শনিবারের (১২ মার্চ) চেয়ে এক লাখ ৭০০ জন বেশি।

এর মধ্যে শুধু পোল্যান্ড একাই ১৬ লাখ ৫৫ হাজার ৫০৩ জন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি।

জাতিসংঘ ধারণা করছে, রুশ অভিযানের কারণে ইউক্রেন থেকে ৪০ লাখ মানুষ পালিয়ে যেতে পারে।

প্রসঙ্গত, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।