ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রুশদের ওপর এবার মাস্টার কার্ডের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, মার্চ ১, ২০২২
রুশদের ওপর এবার মাস্টার কার্ডের নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

একের পর এক নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূত্র ধরে এবার মাস্টার কার্ডে তাদের অর্থের লেনদেনে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মাস্টার কার্ড একটি অফিসিয়াল ঘোষণার মাধ্যমে এ তথ্য জানায়। খবর: রয়টার্স

ঘোষণায় বলা হয়, ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপরে দেওয়া নিষেধাজ্ঞার অংশ হিসেবে দেশটির বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান লেনদেনের ক্ষেত্রে মাস্টার কার্ড ব্যবহারের সুবিধা হারাচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে। এর পাশাপাশি আর্ত মানবতার সেবার মাস্টার কার্ড ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে।

মাস্টার কার্ডের পাশাপাশি আরেক অর্থনৈতিক লেনদেনের মাধ্যম ভিসা জানিয়েছে, রাশিয়ার ব্যাপারে তারা অতি দ্রুত সিদ্ধান্ত নেবে। রাশিয়ান মুদ্রা লেনদেনের ওপরে ভিসাও অতি দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে সুইফট মুদ্রা ব্যবস্থা থেকে নিষিদ্ধ করেছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।