ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি আরামকোর সঙ্গে রিলায়েন্সের চুক্তি এ বছরই 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, জুলাই ২, ২০২১
সৌদি আরামকোর সঙ্গে রিলায়েন্সের চুক্তি এ বছরই 

সৌদি আরবের তেল-গ্যাস কোম্পানি সৌদি আরামকোর সঙ্গে এ বছরই চূড়ান্ত চুক্তিতে যাচ্ছে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরইএলআই)।  

সৌদি আরামকো অর্থের হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি।

অন্যদিকে রিলায়েন্স ভারতের সবচেয়ে বড় কোম্পানি।

২৪ জুন বৃহস্পতিবার রিলায়েন্সের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় বিষয়টি জানানো হয়েছে।  

উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই ১৫ বিলিয়ন ডলারে এই আরামকোর কাছে নিজেদের ২০% শেয়ার বিক্রি করতে চাচ্ছে রিলায়েন্স পেট্রো। কিন্তু তা সফল হয়নি। তবে এবার সেই দিকেই আরেক পা অগ্রসর হলো রিলায়েন্স।  

আরামকোর সঙ্গে চুক্তি সম্পাদিত হলে রিলায়েন্স গ্রুপের ঋণের বোঝা কিছুটা কমবে বলে দাবি বিশ্লেষকদের। এর আগেও নিজেদের ৯.৯% শেয়ার ফেসবুককে বিক্রি করে দিয়েছিল রিলায়েন্স।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।