ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে ২৭ বিদেশির করোনা ভাইরাস পজেটিভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, ফেব্রুয়ারি ১০, ২০২০
চীনে ২৭ বিদেশির করোনা ভাইরাস পজেটিভ

নভেল করোনা ভাইরাস নিউমোনিয়ায় চীনে এখন পর্যন্ত ২৭ জন বিদেশি নাগরিক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তারা কোন দেশের নাগরিক সে তথ্য জানানো হয়নি।

মন্ত্রণালয়ের মুখপাত জেং শুয়াং জানান, ভাইরাসে আক্রান্ত তিন বিদেশি নাগরিককে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে, ২২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর অবশিষ্ট দুইজন মারা গেছেন।

মারা যাওয়া দুইজনের একজন মার্কিন নাগরিক, আরেকজন জাপানিজ (৬০)। তবে তাদের নাম-পরিচয় বিস্তারিত বলা হয়নি।

শেষ খবর পর্যন্ত করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮-এ। এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন। চীনের বাইরে বিশ্বের আরো অন্তত ২৮টি দেশ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যাতে তিন শতাধিক মানুষ আক্রান্ত রয়েছেন।

ভাইরাসটিতে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন জাপানিরা। দেশটিতে এখন পর্যন্ত ১৬২ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১৩৬ জন ইয়োকোহামা বন্দরে যাত্রীবাহী জাহাজে আইসোলেশনে রয়েছেন। এরপর যথাক্রমে সিঙ্গাপুর, হংকংয়ে ৪৩ জন ও ৩৬ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।