ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অভ্যন্তরীণ ফ্লাইটে শিক্ষার্থীদের ২০% ছাড় দিচ্ছে ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৯, নভেম্বর ৮, ২০১৯
অভ্যন্তরীণ ফ্লাইটে শিক্ষার্থীদের ২০% ছাড় দিচ্ছে ফিলিপাইন প্রতীকী ছবি

ফিলিপাইনের শিক্ষার্থীরা এখন থেকে দেশটির অভ্যন্তরীণ সব ফ্লাইটে ২০ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন। সেখানকার সিভিল অ্যারোনটিকস বোর্ডের (সিএবি) এ সিদ্ধান্ত গত ১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রাথমিক, মাধ্যমিক, প্রযুক্তিগত বা বৃত্তিমূলক ও উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মূল্যছাড়ের আওতায় রয়েছেন। সাপ্তাহিক বা অন্য যেকোনো ছুটির দিনসহ শিক্ষাবর্ষের পুরোটা সময় তারা এই সুবিধা পাবেন।

 

টিকিটে মূল্যছাড় পেতে শিক্ষার্থীদের অবশ্যই আইডি কার্ড, পাসপোর্ট বা জন্ম সনদের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কেউ ভুয়া কাগজপত্র জমা দিলে তার জন্য রয়েছে কঠোর সাজা।

এর আগে, ফিলিপাইনের পরিবহন বিভাগ শিক্ষার্থীদের ট্রেনের ভাড়া ও টার্মিনালের ফি মওকুফ করেছিল।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।