ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তিমি শিকারে বেরোচ্ছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জুলাই ১, ২০১৯
তিমি শিকারে বেরোচ্ছে জাপান তিমি শিকারে বেরোচ্ছে জাপান

আন্তর্জাতিক তিমি শিকার কমিশন (আইডব্লিউসি) থেকে বেরিয়ে ফের বাণিজ্যিকভাবে তিমি শিকারে বেরোচ্ছে জাপান। এ বছরের মধ্যেই ২২৭টি তিমি শিকারের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (০১ জুলাই) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইতোমধ্যে জাপান সরকার দেশটির সংসদ সদস্যদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

যদিও, এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

১৯৮৬ সালে আইডব্লিউসি সব ধরনের বাণিজ্যিক তিমি শিকারের ওপর স্থগিতাদেশ জারি করে। কয়েকটি প্রজাতির তিমি বিলুপ্ত হওয়ার আশঙ্কায় এমন সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

এরপর ১৯৮৮ সাল থেকে তিমি শিকার বন্ধ রেখেছিল জাপান। তবে, সম্প্রতি আবারও বৈজ্ঞানিক গবেষণার নামে তিমি শিকার শুরু করছে তারা।

সমালোচকদের অভিযোগ, জাপান প্রতিবারই বৈজ্ঞানিক গবেষণার কথা বলে তিমি শিকার করলেও, তা মূলত খাবারের জন্যই বিক্রি হয়। ১৯৮৭ সালে থেকে এ পর্যন্ত তারা প্রতিবছর ২০০ থেকে প্রায় ১২শ’ তিমি শিকার করেছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।