ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চে জাতীয় স্মরণ সভায় হামলাকারীকে ‘ক্ষমা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৯, মার্চ ৩০, ২০১৯
ক্রাইস্টচার্চে জাতীয় স্মরণ সভায় হামলাকারীকে ‘ক্ষমা’ হ্যাগলি পার্কে আয়োজিত জাতীয় স্মরণ সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় স্ত্রীকে হারিয়েও হামলাকারীকে ‘ক্ষমা’ করে দিয়েছেন ঘটনাস্থল থেকে জীবিত ফিরে আসা ফরিদ আহমেদ।

শুক্রবার (২৯ মার্চ) হামলায় নিহতদের স্মরণে ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে আয়োজিত জাতীয় স্মরণ সভার অনুষ্ঠানে প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে এ কথা জানিয়েছেন ফরিদ আহমেদ। তবে নিজে বাঁচলেও হামলার ওই ঘটনায় স্ত্রী হুসনা আহমেদকে হারিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ফরিদ আহমেদ বলেন, আমি আগ্নেয়গিরির মতো ফুটন্ত একটি হৃদয় চাই না। এটিতে প্রচণ্ড ক্রোধ থাকে। এতে কোনো শান্তি নেই, আছে শুধু ঘৃণা, যা নিজেও পোড়ে, আশপাশকেও পোড়ায়।

গত ১৫ মার্চ জুমার নামাজের পর ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ৫০ জন নিহত এবং প্রায় ৪৮ জন আহত হন। পরে হামলাকারী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্টকে (২৮) আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।