ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ঘানায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, মার্চ ২৩, ২০১৯
ঘানায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬০ সংঘর্ষের পর ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ ঘানার কিনটামপো শহরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

শুক্রবার (২২ মার্চ) দেশটির রাজধানী আকরা থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত কিনটামপো শহরের কিনটামপো-টেকিম্যান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দু’টি বাসেই প্রায় ৫০ জন করে মোট ১০০ জনের মত যাত্রী ছিল।

সংঘর্ষের পর বাস দু’টিতে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বাস দু’টির বেশীরভাগ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

ঘানাতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬ জন মারা যায়।  দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যবর্তী সময়ে দেশটিতে প্রায় ১২ হাজার দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন প্রায় দুই হাজার ১০০ জন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।