ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ত্র তৈরিতে কারো অনুমতির অপেক্ষা করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৩, এপ্রিল ১৯, ২০১৮
অস্ত্র তৈরিতে কারো অনুমতির অপেক্ষা করবে না ইরান প্রেসিডেন্ট হাসান রুহানি। 

দেশকে রক্ষা করতে অস্ত্র তৈরিতে ইরান কারো অনুমতির অপেক্ষা করবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। 

বুধবার (১৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এমন খবর প্রকাশ করে।

বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রুহানি জানান, দেশটির আত্মরক্ষার্থে অস্ত্র তৈরিতে তেহরানের কারো অনুমতির অপেক্ষার প্রয়োজন নেই।

 একটি শক্তিশালী সামরিক বাহিনী বিদেশি যেকোনো হুমকি সঠিকভাবে মোকাবেলা করতে পারে। সে ক্ষেত্রে যদি আমাদের অস্ত্রের প্রয়োজন হয়, তবে আমরা তা বেশিরভাগই তৈরি করবো। অথবা প্রয়োজনে সংগ্রহ করবো। এ ব্যাপারে আমরা বিশ্বের অনুমোদনের অপেক্ষা করবো না। ’

রুহানি আরও বলেন ‘যে দেশ তাদের নিজস্ব সামর্থ্য নির্ভর করে, তারা নিজেদের সার্বভৌমত্ব এবং ক্ষমতা সত্যিকার অর্থে অনুভব করো’
 
বুধবার ইরানের রাজধানী তেহরানের দেশটির সামরিক বাহিনী দেশীয়ভাবে নির্মিত ক্ষেপণাস্ত্র সিস্টেম কামিন-২ উন্মোচন করে, যা একটি পোর্টেবল ডিভাইস।

বাংলাদেশ সময়: ০৬২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।