ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানকে ‘সন্ত্রাসী’ রাষ্ট্র বললে‍া ভারত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, সেপ্টেম্বর ২২, ২০১৭
পাকিস্তানকে ‘সন্ত্রাসী’ রাষ্ট্র বললে‍া ভারত সংগৃহীত ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে পাকিস্তানকে ‘সন্ত্রাসী’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে ভারত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী তার ভাষণে ভারতকে কাশ্মীরে ‘যুদ্ধাপরাধ’ ও সে দেশে সন্ত্রাসী রফতানি করছে বলে অভিযোগ করেন। এরই কড়া জবাব দিয়েছে ভারত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর তত্ত্বাবধায়নে জাতিসংঘকে একজন বিশেষ দূত নিয়োগের অনুরোধ জানান।

জাতিসংঘে ভারতের প্রথম সচিব ইনাম গম্ভীর জবাবে বলেন, পাকিস্তান এখন বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী রফতানি করছে। পাকিস্তান ওসামা বিন লাদেন এবং মোল্ল‍া ওমরকে আশ্রয় দিয়েছে।

সম্প্রতি কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বিতর্কিত কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।