ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার কারাদণ্ড

দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দা সিলভার সাড়ে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্থানীয় সময় বুধবার (১২ জুলাই) এই রায় দেওয়া হয়। তবে দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি মুক্ত থাকতে পারবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

তার বিরুদ্ধে অন্যতম অভিযোগ, রাষ্ট্রীয় তেল কোম্পানি পেত্রোব্রাসের সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে ঘুষ হিসেবে একটি অ্যাপার্টমেন্ট গ্রহণ করেছেন। যদিও অভিযোগ প্রত্যাখ্যান করেছেন লুলা।
অন্যায় করেননি বরং রাজনৈতিক কারণেই এমন রায় ঘোষণা করা হলো বলেও মন্তব্য তার।

লুলার বিরুদ্ধে আরও অন্তত চারটি বড় অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোরও রায় আসবে।

২০১১ সাল পর্যন্ত টানা আট বছর ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন তিনি। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি ওয়ার্কার্স পার্টির প্রার্থী হয়ে ফের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এসআইজে/এসও/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ