ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বাজারে মাধুরী ও মল্লিকা আম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, এপ্রিল ২১, ২০১৭
বাজারে মাধুরী ও মল্লিকা আম বাজারে মাধুরী ও মল্লিকা আম

মাধুরী আর মল্লিকা। এ দু’টি নাম উচ্চারণে সবাই বলিউডের লাস্যময়ী অভিনেত্রী মাধুরী দীক্ষিত আর আবেদনময়ী মল্লিকা শেরওয়াতকেই বোঝেন। তবে এবার থেকে এ দু’টি নামে বাজারে রসালো আমও পাবেন ফলাহারীরা। 

ভারতের বাজারে এবারের গ্রীষ্মের শুরুতেই আমের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। এরইমধ্যে পাওয়া যাচ্ছে ২০ রকমের আম।

এই ফলের বাজারে নতুনভাবে ঢুকেছে মাধুরী-মল্লিকা জাতের আম।

ফলাহারীদের আকর্ষণে নানা নাম দিয়ে পসরা সাজাচ্ছেন বিক্রেতারা। নাগপুরের ধরমপেঠ মার্কেটে ফল সরবরাহকারী শাহীন খান তার ক্রেতাদের আকর্ষণে নতুনভাবে বাজারে আনা দু’টি আমের নাম রেখেছেন মাধুরী ও মল্লিকা।

তিনি বলেন, পুরো ভারতে ৩৬০ ধরনের আম আছে। একজন মানুষ তার জীবনে হয়তো ৪০ ধরনের আমের বাইরে বাকিসবের স্বাদ পান না। আমাদের কাছে আসা ফলাহারীরা সব রসালো ফল খোঁজেন। তাদের সামনে এবার আমরা এনেছি মাধুরী ও মল্লিকা আম। এ দু’টি নাম রাখা হয়েছে দুই বলিউড অভিনেত্রীর নামেই।  গুলাব খাস, পায়রির মতো আশা করি এই আমও সবার জিভে জল আনবে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।