ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ হামলায় বছরে নিহত ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, সেপ্টেম্বর ৩০, ২০১৬
সিরিয়ায় রুশ হামলায় বছরে নিহত ১০ হাজার

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রুশ বিমান হামলায় গত একবছরে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

সিরিয়ায় জঙ্গি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে আসাদ সরকারের পক্ষে বিমানসহ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে রাশিয়া।

পর্যবেক্ষণ সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায় গত একবছরে ৯ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ৮০০ বেসামরিক লোক।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।