ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

লুইসিয়ানায় বন্যায় ২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, আগস্ট ১৪, ২০১৬
লুইসিয়ানায় বন্যায় ২ জনের প্রাণহানি

ঢাকা: যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বন্যায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

রোববার (১৪ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বন্যায় আক্রান্ত অন্তত এক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এখনো উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (১২ আগস্ট) রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় মেয়র।

এদিকে পার্শ্ববর্তী আলাবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।