ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মান হামলা, এক বছর ধরে পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২১, জুলাই ২৫, ২০১৬
জার্মান হামলা, এক বছর ধরে পরিকল্পনা

ঢাকা: জার্মানির মিউনিখে বন্দুকধারী হামলাকারী ডেভিড আলী সম্বুলি গত এক বছর ধরে এ হামলার পরিকল্পনা করেছে।

রোববার (২৪ জুলাই) জার্মান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে শুক্রবার (২২ জুলাই) ওই বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়। জার্মান-ইরানি বংশোদ্ভূত ১৮ বছর বয়সী সম্বুলি এ হামলার পরই আত্মহত্যা করে।

এদিকে, মিউনিখ পুলিশ জানিয়েছে তারা সম্বুলির ১৬ বছর বয়সী এক আফগান বন্ধুকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, আটক ওই কিশোর ফেসবুক পোস্টের মাধ্যমে ওই রেস্টুরেন্টে লোক ডেকে আনার ভূমিকা পালন করেছে।

শুক্রবারের ওই হামলায় ৯ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়। নিহতদের মধ্যে সাতজনই কিশোর। তারা কসোভো, তুরস্ক ও গ্রিসের নাগরিক ছিল।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।