ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভৌতিক ছবি দেখার সময় প্রাণ গেলো বৃদ্ধের!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৮, জুন ১৮, ২০১৬
ভৌতিক ছবি দেখার সময় প্রাণ গেলো বৃদ্ধের!

ঢাকা: সদ্য মুক্তি পাওয়া হলিউডের ভৌতিক ছবি ‘দ্য কনজুরিং ২’ দেখার সময় ৬৮ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, রাজ্যের তিরুভান্নামালাই শহরের শ্রী বালাসুব্রামনিয়ার সিনেমা হলে বৃহস্পতিবার (১৬ জুন) রাতের শো দেখতে যান ওই বৃদ্ধ। এক পর্যায়ে হঠাৎ তিনি বুকে ব্যথা ‍অনুভব করেন।

জি রাম মোহন ও এইচ প্রসাদ নামে দুই প্রতিবেশী জানান, দ্রুত তাকে হাসপাতালে নিলে পথেই মৃত্যু হয়।

এদিকে ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।