ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে আগুনে পুড়ে ১১ শিক্ষককের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, জুন ১১, ২০১৬
থাইল্যান্ডে আগুনে পুড়ে ১১ শিক্ষককের প্রাণহানি

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলের চোনবুড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডে ১১ জন শিক্ষকের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের সবাই স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক।

 

শুক্রবার (১০ জনু) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে শনিবার (১১ জুন) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, বাসটি অন্তত ১৫ জন যাত্রী নিয়ে চোনবুড়ি এলাকার একটি সড়ক পাড় হচ্ছিলো। চালক আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে পড়ে গেলে বাসটিতে আগুন ধরে যায়। বাসটি বিস্ফোরিত হওয়ার আগে বাসটি থেকে চারজন যাত্রী বের হতে পারলেও ভেতরে আটকা পড়া ১১ জন শিক্ষকের প্রাণহানি হয়।

এ দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির স্থানীয় প্রশাসন। বিশ্বের অন্যান্য ভয়ংকর সড়কগুলোর মধ্যে থাইল্যান্ডের সড়কটি অন্যতমভ এ কারণে দেশটিতে প্রায়শই দুর্ঘটনা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ১১, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।