ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অতিথিকে টয়লেটে নিতে লাইভ শো ছাড়লেন উপস্থাপিকা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, মে ৬, ২০১৬
অতিথিকে টয়লেটে নিতে লাইভ শো ছাড়লেন উপস্থাপিকা ছবি: সংগৃহীত

ঢাকা: লাইভ শো চলছে। অনুষ্ঠানে অতিথি দুই শিশু ও তাদের মা।

উপস্থাপিকা এরমধ্যে খেয়াল করলেন, এক শিশু অতিথির চোখেমুখে অস্বস্তি। তিনি জিজ্ঞেসই করে ফেললেন, ‘তুমি ঠিক আছো তো? কী হয়েছে বাবু?’

 

শিশু অতিথি মুখে কিছু না বললেও তার চেহারার অস্বস্তি বুঝতে পারলেন উপস্থাপিকা। বুঝতে পারলেন, তার অতিথির প্রকৃতির ডাক চেপেছে। ‍

 

তখুনি অনুষ্ঠানের অন্য অতিথিদের তিনি বলে ওঠেন, আপনারা কি প্লিজ আলোচনা চালিয়ে নেবেন? আমি এখুনি ফিরছি!

তারপর ওই শিশু অতিথির উদ্দেশে তিনি বলেন, চলো টয়লেটে চাই। চলো চলো!

সম্প্রতি এই ঘটনা ঘটেছে বিবিসি ২ টেলিভিশনের ওই লাইভ অনুষ্ঠান চলাকালে। আর লাইভ চলাকালে শিশু অতিথিকে বুঝতে পেরে এই দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সাধুবাদ পাচ্ছেন ভিক্টোরিয়া ডার্বিশায়ার নামে ওই উপস্থাপিকা।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।