ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কেরালায় গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩১, মে ৬, ২০১৬
কেরালায় গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩  ছবি-সংগৃহীত

ঢাকা: ভারতের কেরালা রাজ্যে নার্সিং পড়ুয়া ১৯ বছর বয়সী এক ছাত্রী গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তিনজনের মধ্যে একজন ওই ছাত্রীর বন্ধুও রয়েছেন।

শুক্রবার (০৬ মে) পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখনও হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, মঙ্গলবার (০৩ মে) কেরলের থিরুভান্থাপুরমে অটোরিকশায় বন্ধু শাইজু ও সুজিথের আক্রমণে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। শাইজু (২৪) অটোরিকশাটি মালিক। সুজিথকে গ্রেফতার করে হাজাতে পাঠানো হয়েছে।

এদিকে, কয়েক দিন আগে কেরালায় আইনের এক ছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। এতে রাজ্য জুড়ে তুমুল প্রতিবাদ শুরু হয়। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে দেশটিতে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মে ০৬, ২০১৬

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।