ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে যৌন নিপীড়ক শিক্ষকের ৫০৮ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, এপ্রিল ২০, ২০১৬
তুরস্কে যৌন নিপীড়ক শিক্ষকের ৫০৮ বছরের কারাদণ্ড

ঢাকা: তুরস্কে ১০ শিশুকে যৌন নির্যাতন করায় এক শিক্ষককে ৫০৮ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

বুধবার (২০ এপ্রিল) দেশটির সেন্ট্রাল আনাতোলিয়া প্রদেশের কারামান শহরের আদালত এ দণ্ডাদেশ দেন।

কারামানের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম দণ্ডপ্রাপ্ত ৫৪ বছর বয়সী ওই শিক্ষকের পরিচয় না জানালেও কেবল তার নামের আদ্যক্ষর এম. বি. বলে খবর দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এম. বি. তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তাছাড়া, বিচার কার্যক্রমেও ছিল কড়া নিরাপত্তা।

এ বিষয়ে কারামান প্রশাসনের কর্মকর্তাদের কেউ ‍নাম প্রকাশ করে কিছু বলতে চাননি।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।