ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে ৭ পুলিশকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, এপ্রিল ২০, ২০১৬
পাকিস্তানে ৭ পুলিশকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে দু’দফায় হামলা চালিয়ে সাত পুলিশকে গুলি করে মেরেছে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা।

 

বুধবার (২০ এপ্রিল) করাচির পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠ ওরাঙ্গি শহরে পোলিও কর্মীদের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে তাদের হত্যা করে বেশ ক’জন বন্দুকধারী।

ফিরোজ শাহ নামে স্থানীয় এক শীর্ষ পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ওরাঙ্গিতে পোলিও টিমের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে ওই পুলিশ সদস্যদের হত্যা করে বন্দুকধারীরা। দুই দফায় আট জন বন্দুকধারী এ হত্যাকাণ্ডে অংশ নেয়।

এ ঘটনায় জড়িতদের আটক করতে নিরাপত্তা বাহিনী অভিযানে নেমেছে বলে জানান ফিরোজ শাহ।

বাংলাদেশ সময: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।