ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভিয়েতনামে ২ ব্লগারের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, মার্চ ২৪, ২০১৬
ভিয়েতনামে ২ ব্লগারের কারাদণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ভিয়েতনামের একটি আদালত সেদেশের জনপ্রিয় এক ব্লগার ও তার সহযোগীকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।

রাষ্ট্রবিরোধী নিবন্ধ প্রকাশের অভিযোগে দেশটির সাবেক পুলিশ সদস্য এনগুয়েন হু ভিনহকে ৫ বছর ও তার সহযোগী মিনহ থাইকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় রাজধানী হ্যানয়ের একটি আদালত।



তবে নিজেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন ২ ব্লগার।

বুধবার (২৩ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
২০১৪  সালে ‘বা সাম’ ব্লগে রাষ্ট্রবিরোধী নিবন্ধ প্রকাশের অভিযোগে ওই ২ ব্লগারকে আটক করা হয়।

এরআগে আদালতের বাইরে দণ্ডপ্রাপ্ত এ দুই ব্লগারের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় অধিবাসীরা। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কারাদণ্ডের বায়ের পর ভিনহ দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। তার সহযোগী মিনহ থাই গণমাধ্যমকে বলেন, বা সাম ব্লগে কে ওই নিবন্ধ লিখেছে ও প্রকাশ করেছে তা তিনি জানেন না।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।