ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজারে ২০ জঙ্গিসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, নভেম্বর ১২, ২০১৫
নাইজারে ২০ জঙ্গিসহ নিহত ২৫ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বোকো হারামের হামলা ও সেনাবাহিনীর অভিযানে ২০ জঙ্গিসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দেশটির বোজো জেলার একটি গ্রামে এ হামলা ও অভিযান চালানো হয়।



নাইজার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বোকো হারামের জঙ্গিরা প্রথমে গ্রামটিতে হামলা চালিয়ে পাঁচ বেসামরিক লোককে হত্যা করে। পরে সেনাবাহিনী জঙ্গিদের দমনে অভিযানে নামে। তাদের আক্রমণের মুখে পালিয়ে যায় জঙ্গিরা। এসময় নিহত হয় ২০ বোকো হারাম সদস্য।

জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।