ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বৃষ্টি-তুষারপাতে জম্মু-কাশ্মীরের মহাসড়ক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, নভেম্বর ৫, ২০১৫
বৃষ্টি-তুষারপাতে জম্মু-কাশ্মীরের মহাসড়ক বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারী বৃষ্টিপাত ও তুষারপাতে ভারতের জম্মু ও কাশ্মীরের প্রধান মহাসড়কগুলোতে চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সেখানকার ট্রাফিক বিভাগের এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে জম্মু-শ্রীনগর, শ্রীনগর-লেহসহ অন্য মহাসড়কগুলো চলাচলের অবস্থায় নেই।



এর ফলে যাত্রীবাহী যান, সাপ্লাইয়ার ট্রাকসহ প্রায় ৫শ যানবাহন রাস্তায় আটকা পড়েছে। তবে যানবাহনগুলো নিরাপদ জায়গায় পার্কিং করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ঐতিহাসিক মোগল রোড এলাকার ‘পীর কি গলি’ সড়ক তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে। সড়কটি কাশ্মীর ভ্যালির সঙ্গে জম্মুর রাজৌরি জেলাকে সংযোগ করেছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।