ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

প্রথমবারের মতো বৈঠকে চীন-তাইওয়ানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, নভেম্বর ৪, ২০১৫
প্রথমবারের মতো বৈঠকে চীন-তাইওয়ানের প্রেসিডেন্ট শি জিনপিং ও মা ইং-জেওউ

ঢাকা: বৈঠকে বসতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেওউ। দুই নেতার মধ্যে এটাই প্রথম বৈঠক।



শনিবার (০৭ নভেম্বর) সিঙ্গাপুরে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে বুধবার (০৪ নভেম্বর) জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে।

দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়ের পাশাপাশি এ বৈঠকে শি জিনপিং ও মা ইং-জেওউয়ের মধ্যে তাইওয়ান প্রণালী নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ।

১৯৪৯ সালে চীনা জাতিয়তাবাদীরা তাইওয়ান দ্বীপে গিয়ে সরকার গঠন করে। তখন থেকেই চীনা কমিউনিস্ট সরকার দ্বীপটির ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। তবে ২০০৮ সালে মা ইং-জেওউ প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কে কিছুটা উন্নতি হয়।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।