ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কম্বোডিয়ার বিরোধী দলীয় নেতাকে পদ থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, অক্টোবর ৩০, ২০১৫
কম্বোডিয়ার বিরোধী দলীয় নেতাকে পদ থেকে বহিষ্কার ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার ক্ষমতাসীন পিপল’স পার্টি (সিপিপি) ডেপুটি পার্লামেন্ট প্রেসিডেন্টের পদ থেকে বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) নেতা কেম সখাকে বহিষ্কার করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির সংসদে আয়োজিত এক ভোটে কেম সখাকে সিপিপি নেতারা সর্বসম্মতিক্রমে বহিষ্কার করেন।

রাজনৈতিক চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে তাকে সরানো হলো বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

সিপিপি সংসদ সদস্য চিম ইয়েপ এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেন, কেম সখা সবসময়ই রাজনৈতিক চুক্তির শর্তগুলো ভঙ্গ এবং ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে সম্পর্কের অবনতির চেষ্টা করেছেন।

এদিকে, সিএনআরপি সদস্যরা অসাংবিধানিক মন্তব্য করে এ ভোট বয়কট করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।