ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডায় তিমি দেখার নৌকা ডুবে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, অক্টোবর ২৬, ২০১৫
কানাডায় তিমি দেখার নৌকা ডুবে নিহত ৫ ছবি : সংগৃহীত

ঢাকা: কানাডায় তিমি দেখার এক নৌকা ডুবে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) দেশটির পশ্চিমে টোফিনোর কাছাকাছি ভাংক্যুভার দ্বীপে এ ঘটনা ঘটে।



স্থানীয় কোস্টগার্ড ও উদ্ধারকারী দলের বরাতে কানাডার সংবাদ মাধ্যমগুলো বিষয়টি জানিয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, নৌকায় কমপক্ষে ২৭ জন দর্শনার্থী ছিলেন। তাদের মধ্যে নয়জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌকাটি দ্বীপের খুব কাছাকাছি দূরত্বে ডুবে যায় বলে সংবাদে বলা হয়।

এ অঞ্চলটি তিমি দেখার জন্য বেশ জনপ্রিয়। এজন্য বছরের অধিকাংশ সময়ই এখানে পর্যটকের ভিড় লেগে থাকে। বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পর্যটকরা তিমি দেখে থাকেন। একে বলা হয় ‘হোয়েল ওয়াচিং ট্যুর’। প্রতিটি ট্যুর তিন ঘণ্টাব্যাপী হয়ে থাকে।

ডুবে যাওয়া নৌকাটি জেমি’স হোয়েল স্টেশন ও অ্যাডভেঞ্চার সেন্টারের তত্ত্বাবধানে তিমি দেখতে সমুদ্রে নামে।

এ দুই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুম  শেষ হচ্ছে আগামী ৩১ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।