ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পোল্যান্ডে রক্ষণশীল দল বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫২, অক্টোবর ২৬, ২০১৫
পোল্যান্ডে রক্ষণশীল দল বিজয়ী ছবি: সংগৃহীত

ঢাকা: পোল্যান্ডের সাধারণ নির্বাচনে রক্ষণশীল দল ল’ অ্যান্ড জাস্টিস পার্টি জয়ী হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে দেশটির ৪৬০টি নির্বাচনী আসনের মধ্যে দলটি ২৪২টিতে জয় লাভ করে।



দলটি সর্বমোট ৩৯ শতাংশ ভোট পায়। এতে সরকার গঠনের জন্য দলটির সামনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ল’ অ্যান্ড জাস্টিস পার্টির নেতা জারোসলো কাজিনস্কি নির্বাচনে তার দলকে বিজয়ী দাবি করে বিবৃতি দিয়েছেন। দেশটির গ্রামীণ এলাকায় দলটির ভালো প্রভাব রয়েছে।

১৯৮৯ সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার পর এবারই প্রথম কোনো দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা পেল।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।