ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোর জালিস্কোতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, অক্টোবর ২৪, ২০১৫
মেক্সিকোর জালিস্কোতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া

ঢাকা: প্রশান্ত মহাসাগরের মেক্সিকো উপকূলে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া। আর এরই মধ্যে মেক্সিকোর পশ্চিমে জালিস্কো সীমানায় ঘূর্ণিঝড়টি আঘাত হানায় ভূমিধসের ঘটনা ঘটেছে।



শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

সংবাদ মাধ্যমগুলোতে বলা হয় ‘ক্যাটাগরি ফাইভ’ টাইপের এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার। আবহাওয়াবিদরা এ ঘূর্ণিঝড়কে ফিলিপাইনের টাইফুন হাইয়ানের সঙ্গে তুলনা করে জানান, একটি বিমান আকাশে তুলে এবং উড়ন্ত অবস্থায় রেখে দিতে পাড়ার মতো শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি।

এদিকে উপকূলবর্তী বসবাসরত প্রায় চার লাখ নাগরিককে সড়িয়ে নিরাপদ স্থানে নিয়েছে মেক্সিকো সরকার। এছাড়াও তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

দেশটির আবহাওয়াবিদরা জানান, ঘূর্ণিঝড়টি পার্বত্য উপকূলের দিকে এগুলে ব্যাপক বন্যা ও ভূমিধস হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে ২০১৩ সালে ফিলিপাইনের টাইফুন হাইয়ানে প্রায় ৬ হাজার মানুষ মারা যায়।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএইচএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।