ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করাচিতে অভিযানে ১৭ জঙ্গি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, অক্টোবর ২২, ২০১৫
করাচিতে অভিযানে ১৭ জঙ্গি আটক ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের (সিন্ধু শাখা) অভিযান থেকে ১৭ সন্দেহভাজন জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) অভিযান চালিয়ে করাচি শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা করা হয়।



রেঞ্জার্সের মুখপাত্রের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, তাদের অভিযান থেকে ১৭ জনকে ধরা হয়েছে। দাবি করা হয়েছে যারা কিনা বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আটকদের এখন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রেঞ্জার্সের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর থেকে প্রায় সাড়ে ৫ হাজার অভিযান পরিচালনা করে ১০ হাজার ৩৫৩ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।