ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পেশোয়ারে বন্দুকযুদ্ধে ৬ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পেশোয়ারে বন্দুকযুদ্ধে ৬ সন্ত্রাসী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে পাকিস্তানি এয়ার ফোর্সের (পিএএফ) একটি গার্ড রুমে সন্ত্রাসী হামলা চালানোর পর নিরাপত্তা বাহানীর পাল্টা জবাবে এক বন্দুকযুদ্ধে ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনের (আইএসপিআর) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

দেশটির আইএসপিআর’র মুখপাত্র মেজর জেনারেল অসিম বেজওয়া এক টুইট বার্তায় জানান, সাত থেকে দশ জনের একটি জঙ্গি দল পেশোয়ারের বাদাবার এয়ার বেজের গার্ড রুমে হামলা চালায়। পরে তাৎক্ষণিকভাবে সেই হামলা মোকাবেলায় এক বন্দুকযুদ্ধে তারা নিহত হন।

গত কয়েক সপ্তাহের মধ্যে এটি বড় ধরনের এক হামলার ঘটনা বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫ (আপডেট: ১০২৭ ঘণ্টা)
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।