ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে আইএসের দ্বিতীয় প্রধান নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, আগস্ট ২২, ২০১৫
ইরাকে আইএসের দ্বিতীয় প্রধান নেতা নিহত

ঢাকা: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় প্রধান নেতা ফাদহিল আহমেদ আল-হায়ালি নিহত হয়েছেন। হোয়াইট হাউজ জানায়, ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলায় তিনি নিহত হন।



হাজি মুতাজ নামে পরিচিত ওই নেতাকে আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির পর ‘সেকেন্ড ইন কমান্ড’ বলে মনে করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের দাবি, মঙ্গলবার (১৮ আগস্ট) মসুল শহরে গাড়িতে থাকা অবস্থায় বিমান হামলায় হায়ালি নিহত হন। চলতি বছরের মার্চেও একবার হামলায় তিনি আহত হয়েছিলেন।

তার মৃত্যুতে আইএসের সন্ত্রাসী কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইরাক ও সিরিয়ায় বড় কোনো অস্ত্রশস্ত্রের বহর কিংবা যানবাহন পরিবহনের সমন্বয়ক হিসেবে কাজ করতেন হায়ালি।

গত কয়েক মাসে হায়ালির মতো বেশ কয়েকজন আইএস নেতা ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হয়।  

জুনে এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, জোট হামলা শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।