ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইয়েভজেনি প্রিমাকফ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জুন ২৬, ২০১৫
রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইয়েভজেনি প্রিমাকফ আর নেই ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইয়েভজেনি প্রিমাকফ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।



স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৬ জুন) তিনি মারা যান।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার প্রভাবশালী নেতা ইয়েভজেনি প্রিমাকফ ১৯২৯ সালের ২৯ অক্টোবর জন্মগ্রহণ করেন। প্রাথমিক জীবনে তিনি কমিউনিস্ট পার্টি অব দ্য সোভিয়েত ইউনিয়নের সঙ্গে জড়িত হয়ে পড়েন। ১৯৫০ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি এ দলের রাজনীতির সঙ্গেই সংশ্লিষ্ট ছিলেন।

সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর প্রিমাকফ ইন্ডিপেন্ডেন্ট পার্টিতে যোগ দেন। দলটির সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন ১৯৯৮ সাল পর্যন্ত। এরপর তিনি ১৯৯৮ সালে ‘ফাদারল্যান্ড- অল রাশিয়া’ পার্টিতে যোগদান করেন। এ পার্টিতে থাকাকালেই তিনি যোগদানের বছর রাশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক বছর দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে তিনি পদত্যাগ করেন।

২০০২ সালে প্রিমাকফ বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়ায় যোগ দেন। মৃত্যু পর্যন্ত তিনি এ দলের সদস্য হিসেবে রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।