ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি সীমান্তবর্তী ইয়েমেনী শহর দখল করে নিয়েছে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, জুন ১৪, ২০১৫
সৌদি সীমান্তবর্তী ইয়েমেনী শহর দখল করে নিয়েছে হুথিরা ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের সীমান্তবর্তী ইয়েমেনের আল-জয় প্রদেশের রাজধানী আল-হযম দখল করে নিয়েছে হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনীর নিয়ন্ত্রণ থেকে রোববার (১৪ জুন) এলাকাটি হাতছাড়া হয়ে যায় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সোমবার (১৫ জুন) জেনেভায় ইয়েমেন সংকট নিয়ে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। এর আগের দিন এমন একটি ঘটনা শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আল-হযমের এক সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হুথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলি আব্দাল্লাহ সালেহের অনুগত বাহিনী শহরটির সরকারি ভবনগুলো ঘিরে ফেলেছে।

এদিকে, হুথিদের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনী। রোববারও ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন সন্দেহজনক স্থানে বিমান হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।