ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে আইএসের গাড়িবোমা হামলায় ১৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, জুন ১৪, ২০১৫
ইরাকে আইএসের গাড়িবোমা হামলায় ১৩ সেনা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৩ ইরাকি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।



স্থানীয় সময় রোববার (১৪ জুন) আইএস জঙ্গিরা আনবার প্রদেশে ফাল্লুজা এলাকার আল হায়াকিল গ্রামে একটি সেনাঘাঁটিতে পরপর তিনটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় বলে ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে হামলার ছবি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার আগে হামলাকারীদের প্রস্তুতির ছবিও প্রকাশ করা হয়েছে। ইরাকের সালাউদ্দিন প্রদেশে আইএসের স্ব-স্বীকৃত প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ছবিগুলো প্রকাশ করা হয়।

ছবির ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দারা। এরা হলেন- কুয়েতের নাগরিক আবু হাফস, জার্মান নাগরিক আবু ইব্রাহিম, ফিলিস্তিনি নাগরিক আবু আব্দুল আজিজ ও ব্রাইটনের নাগরিক আবু ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।